পলাশ পুরকায়স্থ: বালাগঞ্জ ডিএন সরকারী উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক শ্রী তুলসী দাস আই সিটি’র ১৫ দিনের বিশেষ এক প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড গেলেন।
মঙ্গলবার (৫নভেম্বর) রাতে একটি ফ্লাইটে বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি খরচে আই টিসির উচ্চতর প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে রওয়ানা হয়েছেন।
সময় স্বল্পতার কারনে অনেককে বলে যেতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের আশির্বাদ ও দোয়া কামনা করেছেন।